Headlines
Loading...
দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-৫২) : ধূমপানের চেয়ে মদপানের বিরুদ্ধে বেশি কঠোরতা প্রয়োজন কেন?

দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-৫২) : ধূমপানের চেয়ে মদপানের বিরুদ্ধে বেশি কঠোরতা প্রয়োজন কেন?

ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের প্রকৃত কারণ এবং প্রতিরোধের উপায় জানার মাধ্যমে
দীর্ঘজীবন লাভের উপায়




 ধূমপানের চেয়ে মদপানের বিরুদ্ধে বেশি কঠোরতা প্রয়োজন কেন?


বিশ্বব্যাপী ধূমপানের বিরুদ্ধে যত কঠোরতা ও আইন; মদপানের বিরুদ্ধে কঠোরতা ও আইন তার চেয়ে অনেক কম। বিশ্বের অধিকাংশ দেশেই পাবলিক প্লেসে মানুষ অবাধে মদপান করে, মদপান কোনো নিন্দনীয় বিষয় নয়। ধূমপানকে মানুষ যত ক্ষতিকর মনে করে, মদপানকে তত ক্ষতিকর মনে করে না। জানি না, কেন? চোখের সামনেই মদপানের ভয়াবহ পরিণতির হাজারো উদাহরণ থাকা সত্ত্বেও মদপান থেকে দূরে থাকার জন্য মানুষকে তেমন একটা সতর্ক করা হয় না। অথচ ধূমপানের ক্ষতি অস্পষ্ট হওয়া সত্ত্বেও, বাস্তবে ধূমপানের ক্ষতির উদাহরণ তেমন একটা দেখা না যাওয়া সত্ত্বেও ধূমপানের বিরুদ্ধে দেশে দেশে নেয়া হয় নানা পদক্ষেপ, মানুষকে নানারকমভাবে ধূমপানে নিরুৎসাহিত করা হয়, প্রচার করা হয় ভয়াবহ সব সতর্কবার্তা। এমনকি ধূমপানের সাথে এমন সব রোগের সম্পর্ক জুড়ে দেয়া হয়, বাস্তবে যে রোগগুলো ধূমপানের কারণে সৃষ্টি হবার স্পষ্ট কোনো প্রমাণ নেই, এ লেখায় যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কিছু লোক আছে, যারা মদপানের চেয়েও ধূমপানকে ভয়ঙ্কর মনে করে। কিন্তু এসব লোক বাস্তবতা দেখে না। এসব লোকের নিকট প্রশ্ন: ধূমপায়ী ধূমপানের টাকার জন্য কখনো কাউকে হত্যা করার কথা শুনেছেন? শুনেননি। কিন্তু বাংলাদেশে মাদকের টাকা না পেয়ে বাবা, মা বা স্ত্রীকে হত্যা করার অসংখ্য ঘটনা ঘটে প্রতিনিয়ত। আপনি যদি নিয়মিত দৈনিক পত্রিকা না পড়েন বা এরকম কোনো ঘটনার কথা কোনোভাবে না জানেন, তাহলে গুগলে ‘‘মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা’’ বা ‘‘মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা’’ বা ‘‘মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা’’ বা ‘‘নেশার টাকা না পেয়ে হত্যা’’ বা ‘‘মাদকসেবীর হাতে খুন’’ এসব লিখে সার্চ করুন। বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত মাদকাসক্ত ব্যক্তির হাতে তার বাবা, মা, স্ত্রী বা অন্য কেউ হত্যার ভুরি ভুরি সংবাদের লিঙ্ক পেয়ে হতভম্ব হয়ে যাবেন মাদকের ভয়াবহতা দেখে। দু’একটা শিরোনাম এখানে উল্লেখ করছি।


(১) শিবগঞ্জে মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা [দৈনিক যুগান্তর, ৯ জুন ২০১৮]
(২) মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক [প্রথম আলো, ৩ জুন ২০১৮]
(৩) কটিয়াদীতে মাদকাসক্ত ছেলের হাতে মুক্তিযোদ্ধা বাবা খুন [দৈনিক জনকন্ঠ, ৯ মার্চ ২০১৬]
(৪) মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা! [দৈনিক নয়াদিগন্ত, ২১ জুন ২০১৮]
(৫) নারায়ণগঞ্জে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ‘হত্যা করে’ গলায় ফাঁস [প্রিয়.কম, ১১ ফেব্রুয়ারি ২০১৮]
(৬) সাভারে মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা [দৈনিক যুগান্তর, ০৭ জুন ২০১৭] (৭) মাদকের টাকা না পেয়ে হাতুড়ির আঘাতে মাকে হত্যা [দৈনিক যুগান্তর, ১৩ মার্চ ২০১৮]
(৮) কিশোরগঞ্জে মাদকের টাকা না দেয়ায় মাকে গলা কেটে হত্যা [দৈনিক যুগান্তর, ০১ আগস্ট ২০১৮]
(৯) মাদকের টাকা না পেয়ে মাকে খুন করল ছেলে [দৈনিক জনকন্ঠ, ২৯ মে ২০১৮]
(১০) নেশার টাকা না পেয়ে মাকে হত্যা [প্রথম আলো, ২৭ মার্চ ২০১৭]
(১১) মাদকসেবীদের হাতে যুবক খুন, নারী আটক [প্রথম আলো, ০৬ মার্চ ২০১৯]
(১২) মাদকসেবী ছেলের হাতে বাবা খুন, ছেলে আটক [বাংলানিউজ২৪, ০৯ মার্চ ২০১৬]
(১৩) সাভারে মাদকসেবীর হাতে শিশু হত্যার অভিযোগ [সময়নিউজ ০১ এপ্রিল ২০১৭]
(১৪) মাদকসেবীর হাতে ইমাম খুন [জাগোনিউজ২৪, ০২ অক্টোবর ২০১৬]
(১৫) মাদকসেবীর হাতে মাদকসেবী খুন [বাংলাট্রিবিউন, ২৭ নভেম্বর ২০১৫]
(১৬) কিশোরগঞ্জে মাদকসেবীর হাতে যুবক খুন [দৈনিক যুগান্তর, ০৩ জুলাই ২০১৮]
(১৭) মাদকসেবীর হাতে দর্জি খুন [দৈনিক জনকন্ঠ, ২৬ জুন ২০১৬]।

আশা করি, এরপরও বলা যাবে না, মদপানের চেয়েও ধূমপান ভয়ঙ্কর! কিছু লোক আছে, মনে করেন, ধূমপান হচ্ছে মদপানের সিঁড়ি। যারা ধূমপান করে, তারাই মদপানের দিকে ঝোঁকে বেশি। এরা এটা স্বীকার করতে আপত্তি করেন না যে, ধূমপান সম্পর্কে প্রচারিত ক্ষতিগুলোর বাস্তবতা তেমন না থাকলেও ধূমপান সবচেয়ে বড় যে ক্ষতিটি করে, তা হচ্ছে এটি মানুষকে মদপানের দিকে ধাবিত করে। এটা বরং প্রচারিত ক্ষতিগুলোর চেয়েও জঘণ্য। তাই ধূমপান কোনোভাবেই সমর্থিত নয়।
‘ধূমপান মানুষকে মদপানের দিকে ধাবিত করে বা ধূমপায়ীরাই মদপান করে বেশি’ বলে যারা মনে করে, তাদেরকে যখন প্রশ্ন করা হয়, ‘যেহেতু মাদক ক্ষতিকর, এ ব্যাপারে আপনার কোনো দ্বিমত নেই, তাই মাদককে যদি পৃথিবী থেকে পুরোপুরি দূর করে দেয়া যায়, তখন কি ধূমপান মানুষকে মদপানের দিকে ধাবিত করবে?’, তখন এরা এটা স্বীকার করতে বাধ্য হয়, পৃথিবী থেকে আগে মাদক দূর করা দরকার।

সময় এসেছে, ধূমপানের পরিবর্তে মদপানের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করার। বাংলাদেশে একটি আশার আলো জ্বলে উঠেছে। বর্তমান সরকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত অভিযানে নেমেছে। বিগত কয়েক মাসে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে অসংখ্য মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুধু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরতা নয়, মাদক উৎপাদন এবং মদপানের বিরুদ্ধে বিশ্বব্যাপী কঠোর পদক্ষেপ নেয়া দারকার। মাদক উৎপাদন এবং অস্ত্র ব্যবসা যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন পৃথিবীতে মানুষের শান্তির সব চেষ্টা ব্যর্থ হবে।

৫৩তম পর্ব:
https://waytogainlonglife.blogspot.com/2022/09/blog-post_40.html

Occupation: Teaching, Hobbies: Writing

0 Comments: